পুলিশের নাম শুনলেই অনেকের কাছে একটু অন্য রকম মনে হয়। এর কিছুটা ইতিবাচক কিছুটা নেতিবাচক। মহান এই পেশায় অনেকেই আছেন যাদের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সব পেশাই ইতিবাচক বা নেতিবাচক মানুষের অস্থিত্ব আছে। এই ইতিবাচক মানুষের একজন মোঃ বিলায়েত হোসেন, পিপিএম বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হিসেবে নিয়োজিত রয়েছেন । পুলিশ যে জনগনের প্রকৃত বন্ধু এটাই তিনি প্রমান করতে পেরেছেন সততা ও আন্তরিকতা দিয়ে তার কাজের মাধ্যমে।.
.
.
.
যে কোন মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন এই পুলিশ কর্মকর্তা। আইন শৃংখলা রক্ষার দায়িত্বের পাশাপাশি বাল্য বিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং রোধ,চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানামুখী ইতিবাচক কাজে তিনি ও তার উর্ধ্বতন অফিসার ইনচার্জ এবং এস পি মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী মানুষের সেবায় কাজ করে চলেছেন সততা ও আন্তরিকতার সাথে । গরীব দুঃখী অসহায় মানুষের পাশে পরম বন্ধুর মতো দাঁড়ান। কোন বাহবা নেওয়ার উদ্দেশ্যে নয় বরং মানুষের সেবার উদ্দ্যেশ্যে নিরবে নিভৃতে তিনি কাজ করে চলেন। যে কোন মানুষ যে কোন প্রয়োজনে তাকে বন্ধুর মতো পাশে পান। ফোন দিয়ে সুবিধা অসুবিধার কথা বলেন পরম নির্ভরতায়। আর এভাবেই একজন পুলিশ কর্মকর্তা নিজেকে জন গনের বন্ধু হিসেবে প্রমান করতে পেরেছেন। বাংলার প্রতিটি থানায় এমন সৎ আর মানবিক পুলিশ কর্মকর্তা থাকলে বাংলাদেশ একদিন সোনার বাংলা হয়ে উঠবে একথা নিশ্চিত বলা যায়।.
.
তথ্য সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিলায়েত হোসেন, পিপিএম। নারায়ণগঞ্জ জেলায় মামলার তদন্তে পারফরম্যান্স ভাল করায় ২০২৪ সালে তদন্তকারী হিসেবে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। গত এক মাস আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে অপারাধ ও কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি। এছাড়াও তার এই কর্মময় জীবনে .
.
পুরুস্কার অর্জনের তালিকা ৫০ এর অধিক। তার এই অর্জন নিয়ে ডে-নাইট নিউজের সাথে আলাপ কালে উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ বিলায়েত হোসেন (পিপিএম) বলেন পুরুস্কার পাওয়া সত্যি আনন্দের বিষয় কিন্তু প্রতিটি অর্জনই পেশাগত দায়িত্বের গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। আমি এখন পযর্ন্ত আলহামদুলিল্লাহ্ প্রায় ৫০ এর অধিক পুরুস্কার অর্জন করেছি যা থেকে সততার সাথে কাজের গতি বা উৎস সব সময় পেয়েছি এখনো সেই উৎস উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছি। খোঁজ নিয়ে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিলায়েত হোসেন (পিপিএম) জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিটি দিক নির্দেশনা মোতাবেক অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছেন।.
.
পুলিশ মানে জনগণের বন্ধু। পুলিশ জনগণের জান মাল নিরাপত্তা ও সমাজ এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দিন রাত ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করে সর্বপোরি দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে থাকে। আর তাই মোঃ বিলায়েত হোসেন, পিপিএম, এর মতো পুলিশ অফিসার বাংলার ঘরে ঘরে জন্মনিক এ প্রত্যাশা সেবা প্রত্যাশি সকল জনগণের।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - বিশেষ প্রতিনিধি
আপনার মতামত লিখুন: